রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবিধানিক বিষয়ে তাড়াহুড়ো নয়: তারেক রহমান

দৈনিক প্রভাতী

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোতে তড়িঘড়ি না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে জটিল পরিস্থিতি সহজে মোকাবিলা করা সম্ভব হবে।

 

তিনি মঙ্গলবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তারেক রহমান আরও বলেন, সরকার কোন সংবিধানের অধীনে শপথ নিয়েছে এবং এই সরকার বিপ্লবী কিনা, তা সরকারের গতিশীলতাকে প্রভাবিত করতে পারে।

 

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক কারণেই তাদের ওপর হামলা হয়েছে।

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির সমর্থনের কথা জানিয়ে তারেক রহমান বলেন, সরকারকে আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধান সংক্রান্ত সিদ্ধান্তগুলো তাড়াহুড়া না করে নেয়া উচিত।

 

ঢাকার ইস্কাটনের লেডিস ক্লাবে দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।