রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলায়  হুমায়রা স্যারনের তিনটি হরর থ্রিলার বই 

ডেস্ক রিপোর্ট 

দৈনিক প্রভাতী

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার

তরুণ লেখিকা হুমায়রা স্যারনের তিনটি হরর থ্রিলার বই

তরুণ লেখিকা হুমায়রা স্যারনের তিনটি হরর থ্রিলার বই

বই মেলায় পাওয়া যাচ্ছে তরুণ লেখিকা হুমায়রা স্যারনের তিনটি হরর থ্রিলার বই। মেলায় থ্রিলার বইয়ের চাহিদা শীর্ষে রয়েছে স্যারনের "ব্র্যান্ড নিউ হেল" ও "যে রাতে শয়তান আমাকে কাদিয়েছিল"এবং "কয়েন"বইটি। স্যারনের বইগুলি বেশ রহস্যময় হওয়া থ্রিলার পাঠকদের আকর্ষণ তুঙ্গে রয়েছে।

তরুণ লেখিকা হুমায়রা স্যারনের বইগুলো পাওয়া যাচ্ছে আলাদা আলাদা স্টলে। এরমধ্যে "ব্র্যান্ড নিউ হেল  পাওয়া যাচ্ছে ৫৩০-৫৩৩ নং স্টলে, যে রাতে শয়তান আমাকে কাদিয়েছিল পাওয়া যাচ্ছে ১৩৫-১৩৮নং স্টলে এবং  ১৫ নং প্যাভিলিয়নে যাওয়া যাচ্ছে "কয়েন"বইটি। মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়য়া তরুণ-যুবাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই ধরনের বই। হরর থ্রিলার বইয়ের চাহিদা শীর্ষে রয়েছে হুমায়রা স্যারনের তিনটি বই। 

উল্লেখ্য, হুমায়রা স্যারন নভেম্বর ২৭, খ্রিস্টান মিশন হাসপাতালে জন্ম গ্রহণ করেন। চীনের নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন। ছোটবেলায় ক্লাস ফাঁকি দিয়ে মায়ের অফিস লাইব্রেরিতে যেতেন। লাইব্রেরীতে বই পড়ার অভ্যাস সেখান থেকেই লেখালেখি শুরু। হুমায়রা স্যারনের প্রিয় লেখক জহির রায়হান, এডগার অ্যালান পো, এইচ পি লাভক্রাফ্‌ট, হেনরি রাইডার হ্যাগার্ড, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।