বিএসএমএমইউ’র ভিসির মেয়াদ হচ্ছে ৪ বছর
দৈনিক প্রভাতী
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সংশোধন আইন, ২০২৩ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে উপাচার্যের মেয়াদ চার বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ চার বছর হলেও শুধু এটিতেই ছিল ৩ বছর। এ সংশোধনীর ফলে এখানে উপাচার্যের মেয়াদ চার বছর হবে।