নেইমারের গোলে পিএসজির তিন পয়েন্ট
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার
নেইমারের-গোলে-পিএসজির-তিন-পয়েন্ট
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসির ফেরা ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) প্রায় রুখে দিয়েছিল মার্শেই। তবে শেষ রক্ষা হলো না। নেইমারের একমাত্র গোলে তাদের ১-০ ব্যবধানে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় সোমবার রাতে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচটিতে প্রথমার্ধে কিলিয়ান এমবাপের অ্যাসিস্টে গোলটি করেন নেইমার। দ্বিতীয়ার্ধের খানিকবাদে মার্শেই দশজনের দলে পরিণত হলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধারা বজায় রাখে পিএসজি। এদিন শুরু থেকেই আক্রমণে ছিলেন দলের তিন তারকা মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। ম্যাচের চার মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় পিএসজি। তবে মেসিকে গোলবঞ্চিত করেন মার্শেই গোলরক্ষক লোপেজ।
ম্যাচে চীনের প্রাচীর হয়ে দাড়িয়েছিলেন লোপেজ। একের পর এক গোলমুখ শট ঠেকিয়ে পিএসজিকে হতাশই করেন তিনি। গোলশূন্য ড্রতে শেষ হতে পারতো প্রথমার্ধ। তবে যোগ করা সময়ে নেইমারের গোল এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিসের ক্লাবটি।
ম্যাচের ৪৭ মিনিটের মাথায় মার্শেইয়ের রক্ষণের ভুলে বল পেয়ে বক্সের ভেতরে থাকা নেইমারের কাছে পাস দেন এমবাপে। তাতে গোল করতে কোনো অসুবিধাই হয়নি ব্রাজিলিয়ান তারকার। ঠাণ্ডা মাথায় চলতি মৌসুমে লিগ ওয়ানে নিজের নবম গোলটি করেন নেইমার।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা চালায় মার্শেই। ৫২তম মিনিটে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। তাদের হতাশ করেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এরপর মার্সেই দশজনের দলে পরিণত হলেও গোলের দেখা পায়নি কোনো দলই।
এ নিয়ে লিগে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে ২০১৮ সালের মে থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা। এ জয়ে ১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে মার্শেই।