রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টি বাধায় খেলা বন্ধ, ব্যাটিংয়ে স্কটল্যান্ডের উড়ন্ত সূচনা

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার

বৃষ্টি-বাধায়-খেলা-বন্ধ-ব্যাটিংয়ে-স্কটল্যান্ডের-উড়ন্ত-সূচনা

বৃষ্টি-বাধায়-খেলা-বন্ধ-ব্যাটিংয়ে-স্কটল্যান্ডের-উড়ন্ত-সূচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে স্কটল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে তারা। ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করে রান পাহড়ের দিকে ছুটছে স্কটিশরা।

আপাতত বৃষ্টি বাধায় সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ রয়েছে। তার আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছেন দুই স্কটিশ ওপেনার মাইকেল জোনস ও জর্জ মুনসে। ক্যারিবীয় বোলারদের কোনো সুযোগই দেননি দুজন। 

উদ্বোধনী জুটিতে দুজন মিলে মারকাটারি ব্যাটিংয়ে ওভার প্রতি প্রায় ১০ রান (৯.৮২) করে তুলছেন। তাতে ৫.৩ ওভারেই স্কোরবোর্ডে ৫২ রান জমা করেছে স্কটল্যান্ড।

জোনস ১৪ বলে ৩ চারে অপরাজিত আছেন ১৯ রানে। অপরপ্রান্তে মুনসে একধাপ এগিয়ে চড়াও হয়েছেন আরো বেশি। তার সংগ্রহ ১৯ বলে ৬ চারের মারে ২৯ রান।

স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।