রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝালকাঠিতে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার

ঝালকাঠিতে-ভোটগ্রহণ-চলছে

ঝালকাঠিতে-ভোটগ্রহণ-চলছে

ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে দুটি সাধারণ সদস্য ও একটি সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ৩টি সদস্য পদে নির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও কাঠালিয়া উপজেলা মিলনায়তনে ভোটগ্রহণ চলছে। রাজাপুর ও কাঠালিয়া এ দুই উপজেলার ১৫৯ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করবেন। কাঠালিয়ায় ৮০ জন, এরমধ্যে ৬১ জন পুরুষ ও ১৯ জন মহিলা ভোটার রয়েছেন। রাজাপুরে ৭৯ জন, এরমধ্যে ৬০ জন পুরুষ ও ১৯ জন ভোটার রয়েছেন। সিসি ক্যামেরার আওতাভুক্ত এ ভোট কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণের জন্য রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিসার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ম্যাজিট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

এর আগে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনীর এবং অন্য ৩টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা সদস্য পদে সামছুল ইকরাম পিরু, নলছিটি উপজেলা সদস্য পদে হাজী মো. সোহরাব হোসেন ও সংরক্ষিত নারী পদে সংরক্ষিত মহিলা সদস্য (সদর-নলছিটি) পদে বেগম হোসনে আরা মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

রাজাপুর উপজেলার সদস্য ১টি পদে এইচএম খাইরুল আলম সরফরাজ, মো. সিদ্দিকুর রহমান, মো. তারিকুল ইসলাম ও মো. নজরুল ইসলাম প্রতিদন্দ্বিতা করছেন। কাঠালিয়া উপজেলায় সদস্য ১টি পদে এএম আমিরুল ইসলাম, এসএম ফয়জুল আলম সিদ্দিকী, মো. মনিরুজ্জামান গোলদার ও সৈয়দ মো. জাহাঙ্গির শামীম প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজাপুর ও কাঠালিয়া নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ১টি আসনে জোৎসান খানম, নাসরিন সুলতানা মুন্নি, মোসা. জাহানারা হক ও মোসা. সনিয়া আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।