সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খাগড়াছড়িতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনকে জরিমানা

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

খাগড়াছড়িতে-অবৈধভাবে-মাটি-কাটায়-২-জনকে-জরিমানা

খাগড়াছড়িতে-অবৈধভাবে-মাটি-কাটায়-২-জনকে-জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ ৩০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার রমিজ কেরানীপাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এক্সকাভেটর মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করে মাটি বিক্রি করে আসছে একটি চক্র। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা এবং জাকির হোসেন নামে অপর একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।