রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপের আগে ছিটকে গেলেন ব্রাজিলের ম্যালো

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

বিশ্বকাপের-আগে-ছিটকে-গেলেন-ব্রাজিলের-ম্যালো

বিশ্বকাপের-আগে-ছিটকে-গেলেন-ব্রাজিলের-ম্যালো

কাতার বিশ্বকাপের আগে ইনজুরিতে আক্রান্ত হয়ে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার আর্থার মেলো। উরুতে গুরুতর চোট পেয়েছেন মেলো।

আর্থার মেলো লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে খেলেন। তিনি নিজেই জানিয়েছেন, কাতার বিশ্বকাপে এবার আর খেলা হবে না তার। নিজের ইন্সটাগ্রামে একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

যেখানে আর্থার লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনারা হয়তো এতক্ষণে জেনেও গেছেন আমার বাঁ-পায়ের উরুতে চোট রয়েছে। আর সে কারণেই আমাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এমন সময়ে ঘটনাটা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক। কঠোর পরিশ্রম এবং অনেক সময় দেওয়ার পরই আমি আমার নতুন দলে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। আমি আমার স্বপ্নের জন্য লড়াই করব। আমার স্বপ্ন হল বিশ্বকাপে খেলা।'

২০১৮ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় মেলোর। এরপর থেকে জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলেন তিনি।