রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবোলার প্রাদুর্ভাব ঠেকাতে উগান্ডার দুই জেলায় লকডাউন

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

ইবোলার-প্রাদুর্ভাব-ঠেকাতে-উগান্ডার-দুই-জেলায়-লকডাউন

ইবোলার-প্রাদুর্ভাব-ঠেকাতে-উগান্ডার-দুই-জেলায়-লকডাউন

ইবোলার প্রাদুর্ভাব ঠেকাতে উগান্ডার দুই জেলায় ২১ দিনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকডাউন ঘোষণার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ওয়ারি মুসেভেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আগামী ২১ দিন মোবেন্দে ও কাসান্দার দুটি কেন্দ্রীয় জেলা থেকে কোনো যাতায়াত করা যাবে না। ঐ জেলার প্রার্থনার স্থান, বাজার, পানশালা এবং বিনোদন কেন্দ্র ২১ দিন বন্ধ থাকবে।  

১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসন করা মুসেভেনি টেলিভিশনের এক ভাষণে বলেন, মোবেন্দা ও কাসান্দা জেলা থেকে বের হওয়া বা প্রবেশ করা নিষিদ্ধ করার নির্দেশ দিচ্ছি। যদি কেউ মোবেন্দা ও কাসান্দা জেলায় থাকে তবে তাকে ২১ দিন সেখানেই থাকতে হবে।

শনিবার উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২০ সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে দেশটিতে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।