ভারতের শক্তিশালী বিকল্প আছে: রোহিত
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
ভারতের-শক্তিশালী-বিকল্প-আছে-রোহিত
পিঠের ইনজুরির কারণে ছিটকে যাওয়া পেস বোলার জাস্প্রিত বুমরাহ’র পরিবর্তিত হিসেবে ১৫ জনের ভারতীয় স্কোয়াডে যুক্ত হয়েছেন মোহাম্মদ সামি। দলের সেরা অল রাউন্ডার রাবিন্দ্র জাদেজাও এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছেননা ইনজুরির কারণে। তারপরও রোহিত বলেছেন, হাতে থাকা খেলোয়াড়দের নিয়েই বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ইনজুরি খেলারই একটি অংশ। আমরা অনেক বেশি ম্যাচ খেললে ইনজুরি ঘটবেই। যে কারণে বিগত এক বছর ধরে আমাদের মনোযোগ ছিল একটি শক্তিশালী বিকল্প বেঞ্চ গড়ে তোলা। আমাদের লক্ষ্য ছিল বিকল্প খেলোয়াড় তৈরী করা এবং তাদের সুযোগ দেয়া। এখানে বিশ্বকাপ খেলতে আমাদের সঙ্গে যে বোলাররা এসেছেন তারা সবাই অনেক ম্যাচ খেলেছেন।
২০১৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ট্রফি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা ভারত আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চির প্রতদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে।
কোভিড থেকে পুরোপুরি সুস্থ হবার পর শেষ মুহুর্তে ভারতীয় দলে বিকল্প তালিকা থেকে যুক্ত হয়েছেন ৩২ বছর বয়সি সামি। করোনায় আক্রান্ত হয়ে তিনি অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেননি। গতিমান এই বোলার স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচে খেলবে ভারতের হয়ে।
রোহিত বলেছেন, সামি সম্পর্কে আমরা যা জানতে পেরেছি তা খুবই ইতিবাচক। তার করোনা থেকে সুস্থ হয়ে উঠা বেশ ভালো খবর। পূর্ণ সামর্থ্য দিয়ে তিনি তিন থেকে চারটি বোলিং সেশন কাটিয়েছেন। তার সবিকিছুই বেশ ভালো।
এখন সতীর্থ পেসার ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও অর্শদ্বীপ সিংদের সঙ্গে যুক্ত হবেন সামি।