রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাহিন ফিট এবং সম্পূর্ণ প্রস্তুত: বাবর

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

শাহিন-ফিট-এবং-সম্পূর্ণ-প্রস্তুত-বাবর

শাহিন-ফিট-এবং-সম্পূর্ণ-প্রস্তুত-বাবর

হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠায় পেস বোলার শাহীন শাহ আফ্রিদিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তার প্রত্যাবর্তনের দলের সম্ভাবনাও আরো বেড়েছে। 

২৮ বছরে পা রাখা পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, শাহিন ফিট এবং (লড়াইয়ের জন্য) সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, পুরোপুরি ফিট ও ডেডিকেটেড হয়েই দলে প্রত্যাবর্তন করেছেন শাহীন। আমরা এখন টুর্নামেন্টে খেলার জন্য অপেক্ষা করছি।  

পাকিস্তানে সব সময় ভালো পেস বোলার সৃষ্টি হয় উল্লেখ করে বাবর আরো বলেন, শাহীনের প্রত্যাবর্তনে আমাদের পেস বোলিং বিভাগ আরো শক্তিশালী হবে।

গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি-ফাইনালে শিরোপা জয়ী অস্ট্রেলিযার কাছে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। সম্প্রতি নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের মাধ্যমে সতেজ হয়েই বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া ফিরেছে দলটি।

বাবর বলেন, ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। আমরা চাই এই অনুপ্রেরনা বিশ^কাপে ছড়িয়ে দিতে।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বীতা হবে বলেই আশা করছেন পাকিস্তান অধিনায়ক।