সেলাই মেশিন পেয়ে খুশি ফাতেহা
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
সেলাই-মেশিন-পেয়ে-খুশি-ফাতেহা
অসহায় বিধবা নারী ফাতেহা বেগমকে সেলাই মেশিন সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন নতুন জীবন আলোর পথে নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনের বেশ কয়েকজন যুবক ওই বিধবা নারীর বাড়িতে গিয়ে সেলাই মেশিন উপহার দিয়ে আসেন। সেলাই মেশিন পেয়ে বেজায় খুশি বিধবা ওই নারী।
জানা গেছে, ৫ বছর আগে ফাতেহার স্বামী মো. আব্দুর সাত্তার মাথায় টিউমার আক্রান্ত হয়ে মারা যান। তার ঘরে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী সাত্তার ভ্যান গাড়ি ফেরি করে কাঁচা সবজি বিক্রি করতেন। বর্তমানে ৪ সন্তান নিয়ে ফাতেহা বেগম স্বামীর রেখে যাওয়া ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেন। সামান্য বৃষ্টি আসলে তার ঘরে পানি পড়ে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফাতেহা এখন বড়ই নি:স্ব।টানাপোড়েন সংসার এখন চালিয়ে যাচ্ছেন দুঃখ-কষ্টে। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড এর লাহারকান্দির বাসিন্দা।
সুবিধাভোগী ফাতেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর থেকে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বড় ছেলের বয়স ১২ বছর। সেই একটি মাদরাসায় পড়ালেখা করে। তার পড়ার খরচ চলাতে, অনেক কষ্ট হয়। থাকার ঘরটিও জরাজীর্ণ। বৃষ্টি আসলে ঘরে পানি পড়ে। আমার এ দুঃখকষ্টের চিত্র দেখে সামাজিক সংগঠন ‘নতুন জীবন আলোর পথ’ এগিয়ে এসেছে। তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
নতুন জীবন আলোর পথের প্রতিষ্ঠাতা মো. ইমন পাটোয়ারী বলেন, আমাদের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত অসহায় লোকজনের পাশে দাঁড়ানো। তাদের সামান্য সহায়তায় একটি পরিবারের দুঃখ-কষ্ট লাঘব হতে পারে। আজকে একটি মাত্র সেলাই মেশিন পেয়ে ফাতেহা বেগমের চোখে-মুখে আনন্দ ফুটিয়ে উঠছে।