সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত চত্বর থেকে হাতকড়ার লক ভেঙে পালালো আসামি

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

আদালত-চত্বর-থেকে-হাতকড়ার-লক-ভেঙে-পালালো-আসামি

আদালত-চত্বর-থেকে-হাতকড়ার-লক-ভেঙে-পালালো-আসামি

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালিয়েছে ডাকাতি মামলার এক আসামি।

রোববার বেলা ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে পালিয়ে যান তিনি। তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জেলা পুলিশের একাধিক দল।

আসামি আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও সদর থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুন জানান, সকালে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেয়া হয় ডাকাতি মামলার আসামি আজিজুলকে। এ সময় ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়ার লক ভেঙে পালিয়ে যায়। পরে তার পিছনে ধাওয়া করেও আটক করতে পারেনি পুলিশ।

তিনি আরও জানান, আসামি আজিজুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ওই ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।