আর ঘুরবে না এসতেখাজুরের ভ্যানের প্যাডেল
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
আর-ঘুরবে-না-এসতেখাজুরের-ভ্যানের-প্যাডেল
সম্পর্কিত খবর বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় এসতেখাজুর রহমান নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা এসআই পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এসতেখাজুর রহমান একই এলাকার আবুল কাশেমের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ট্রাক। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক এসতেখাজুর রহমান। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।