সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ থেকে আরো জনবল নিয়োগে ব্রুনাইয়ের সুলতানকে অনুরোধ রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

বাংলাদেশ-থেকে-আরো-জনবল-নিয়োগে-ব্রুনাইয়ের-সুলতানকে-অনুরোধ-রাষ্ট্রপতির

বাংলাদেশ-থেকে-আরো-জনবল-নিয়োগে-ব্রুনাইয়ের-সুলতানকে-অনুরোধ-রাষ্ট্রপতির

দুই দেশের বৃহত্তর সুবিধার্থে বাংলাদেশ থেকে আরো জনবল নিয়োগের জন্য ব্রুনাইয়ের সুলতানের প্রতি অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার বঙ্গভবনে ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান তিনি। এ সময় ব্রুনাইর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল।

রাষ্ট্রপতি ব্রুনাইতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ায় সুলতানকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় সুলতানকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এ ইস্যুতে ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সুলতানের সহযোগিতা কামনা করেন তিনি।

 

বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং ভবিষ্যতের সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন ব্রুনাইয়ের সুলতান। পরে বঙ্গভবনের ‘দর্শনার্থী বইতেও’ স্বাক্ষর করেন তিনি।

এর আগে, ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ বঙ্গভবনে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।