শি’র ‘শক্তি প্রয়োগের অধিকার’ বক্তব্যের কড়া জবাব তাইওয়ানের
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
শির-শক্তি-প্রয়োগের-অধিকার-বক্তব্যের-কড়া-জবাব-তাইওয়ানের
তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র। তাইওয়ান তার অবস্থানে দৃঢ়। দেশটি তার জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্বাধীনতার বিষয়ে কখনোই আপস করবে না। তাইওয়ান প্রণালীতে দুই পক্ষের যুদ্ধক্ষেত্র একটি পদক্ষেপও হতে পারে না। তাইওয়ানের জনগণ এ বিষয়ে ঐক্যমত। আমাদের নিরাপত্তা দল চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনের দিকে নজর রাখছে।
গত সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ কোনো পদক্ষেপ হতে পারে না। আমরা বেজিংয়ের সঙ্গে আলোচনার ওপর জোর দিচ্ছি। একইসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছি।
রোববার তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চেং বলেন, শি তার নিজের লোকেদের ওপর নজর দেওয়া উচিত।
তিনি বলেন, তাইওয়ানে জোরপূর্বক চিন্তার বদলে বৃহস্পতিবার থেকে চলা ওভার পাস ঘিরে রাজনৈতিক বিক্ষোভের দিকে নজর দেওয়া শি’র প্রয়োজন।
এরইমধ্যে তাইওয়ানকে হংকংয়ের মতো ‘এক দেশ, দুই নীতি’র স্বায়ত্ত্বশাসনের প্রস্তাব দিয়েছে চীন। তবে তাইওয়ানের প্রধান সারির রাজনৈতিক নেতারা সেই প্রস্তাবকে নাকচ করেছেন। এছাড়া মতামতের নির্বাচনে এটি সমর্থিত হয়নি।