বিশ্বকাপ শেষ ইংলিশ ডিফেন্ডার রেসি জেমসের
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
বিশ্বকাপ-শেষ-ইংলিশ-ডিফেন্ডার-রেসি-জেমসের
গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড দলে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে মূল একাদশের নির্ভরযোগ্য উইং-ব্যাক হিসেবে প্রমান করেছেন জেমস। গত মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি ইনজুরিতে পড়েন।
এ সম্পর্কে ব্লুজদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এসি মিলানের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচটির পর চেলসির মেডিকেল বিভাগের চিকিৎসা গ্রহণ করেন রেসি জেমস। এ সপ্তাহে তার বিষেশজ্ঞের কাছে যাওয়ার কথা ছিল। সব ধরনের পরীক্ষা নিরিক্ষা শেষে জানা গেছে আগামী আট সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।
আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। যে কারনে হাতে পাঁচ সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে।
ইনজুরির কারণে বিশ্বকাপের বিরতির আগে চেলসির নয়টি ম্যাচ খেলতে পারবেন না জেমস।
ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে জেমসের অনুপস্থিতি একটি বড় দু:শ্চিন্তার বিষয়। ইতোমধ্যেই কুঁচকির অস্ত্রোপচারের কারনে ম্যানচেস্টার সিটির রাইট-ব্যাক কাইল ওয়াকার মাঠের বাইরে রয়েছেন। তারও বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ব্যস্ত ক্লাব সূচীর কারণে এই ধরনের ইনজুরির ঘটনা ঘটছে বলে সাউথগেট মন্তব্য করেছেন।
এ সম্পর্কে ইংলিশ বস বলেন, এই মুহূর্তে প্রতিটি ক্লাবই দারুন ব্যস্ত সময় কাটাচ্ছে। এ কারনে শেষ মুহূর্ত পর্যন্ত অনেক খেলোয়াড়ই ইনজুরিতে পড়তে পারে। সত্যিকার অর্থেই আমরা আরো খেলোয়াড় হারাতে পারি। খেলোয়াড়রা যে পরিমান ফুটবল খেলছে তার থেকে রিকভারির সময় পাচ্ছেনা।