রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়ী অ্যাওয়ার্ড হাতে উচ্ছ্বসিত বাঁধন

প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

জয়ী-অ্যাওয়ার্ড-হাতে-উচ্ছ্বসিত-বাঁধন

জয়ী-অ্যাওয়ার্ড-হাতে-উচ্ছ্বসিত-বাঁধন

উই সামিট ২০২২-এ জয়ী সম্মাননা পেলেন অভিনেত্রী, মডেল ও দন্ত চিকিৎসক আজমেরী হক বাঁধন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তার হাতে এ সম্মাননা তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উই এর সভাপতি নাসিমা আক্তার নিশা।

জয়ী সম্মাননা পেয়ে বাঁধন বলেন, 'ধন্যবাদ জানাই উই এর এমন আয়োজনকে। আশাকরি আগামী দিনগুলোতেও এর ধারা অব্যাহত থাকবে। জয়ী অ্যাওয়ার্ড পাওয়ায় আমি খুব উচ্ছ্বসিত'। 

এবছর দুইটি ক্যাটাগরিতে জয়ী সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য এই সম্মাননা পান মেহজাবিন চৌধুরী, প্রফেসর ড: সায়েবা আক্তার, রুবাবা দৌউলা, রুবানা হক, এম.এস.সাবিনা খাতুন, ড: সেজ্যুতি সাহা, শমী কায়সার, সোনিয়া বশির কবির, আনজানা থান মজলিস ও আজমেরী হক বাঁধন।

উদ্যোক্তাক্ষেত্রে দ্যুতি ছড়ানোর জন্য এই সম্মাননা পান ইফাত সোলাইমান লুবনা, মাহবুবা আক্তার জাহান, মুক্তা আক্তার, জ্যোৎস্না আখতার রেণু, মিস সুরাইয়া মোরশেদ, সোহাইব রুমি, সুলতানা পারভিন, তাহিয়া সুলতানা রেশমি, তাশফিয়া ত্রিনয়, রাজিয়া সুলতানা।

উল্লেখ্য আজমেরী হক বাঁধন অভিনীত রেহানা মরিয়ম নূর (২০২১) চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং তার অভিনয় সমাদৃত হয়। এছাড়াও রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি ওয়েব সিরিজে একমাত্র বাংলাদেশি হিসেবে কেন্দ্রীয় চরিত্র 'মুশকান জুবেরী' হিসেবে অভিনয় করছেন।