প্রথমবার বেলারুশে পা রাখল রাশিয়ার সেনারা
প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
প্রথমবার-বেলারুশে-পা-রাখল-রাশিয়ার-সেনারা
মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক দল গঠনের জন্য রাশিয়ার সেনাদের প্রথম বহর বেলারুশে পৌঁছেছে। সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা শক্তিশালী করার অভিযানে এসেছেন তারা।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঐতিহ্যবাহী পোশাক পরে এবং রুটি ও লবণ দিয়ে রাশিয়ার সেনাদের স্বাগতম জানাচ্ছেন নারীরা।
গত সোমবার বেলারুশের নেতা আলেক্সাজান্ডার লুকাশেনকো দাবি করেন যে, ইউক্রেন তার দেশে হামলা পরিকল্পনা করছে। এজন্য মস্কোর সঙ্গে যৌথ বাহিনী গড়ার ঘোষণা দেন তিনি।
পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশের উগ্রপন্থীদের নাশকতা সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সামরিক বিদ্রোহের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ করেছেন আলেক্সাজান্ডার লুকাশেনকো।
যৌথ বাহিনীর মোতায়েন ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার সৈন্যদের সঙ্গে বেলারুশের সৈন্যরা যুক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বৃহস্পতিবার মিনস্কের পক্ষ থেকে এ মোতায়েন প্রতিরক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার জি-৭ জোটের সভায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন যে, রাশিয়া বেলারুশকে ইউক্রেন যুদ্ধে সরাসরি টানার চেষ্টা করছে।
আলেক্সাজান্ডার লুকাশেনকো হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মিত্র। বেলারুশ অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে তার প্রধান মিত্র রাশিয়ার ওপর নির্ভরশীল। গত ফেব্রুয়ারিতে কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে রুশ সেনাদের বেলারুশ ভূমি ব্যবহারের সুযোগ দেন লুকাশেনকো। তবে এ যুদ্ধে বেলারুশের সশস্ত্র বাহিনী এখনো ইউক্রেনে হামলায় অংশ নেয়নি।