রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

হংকংয়ের মতো তাইওয়ান সুশাসিত অঞ্চলে পরিণত হবে: শি জিনপিং

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

হংকংয়ের-মতো-তাইওয়ান-সুশাসিত-অঞ্চলে-পরিণত-হবে-শি-জিনপিং

হংকংয়ের-মতো-তাইওয়ান-সুশাসিত-অঞ্চলে-পরিণত-হবে-শি-জিনপিং

হংকংয়ের মতো বিশৃঙ্খল এলাকা থেকে তাইওয়ানকে সুশাসিত অঞ্চলে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

রোববার ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ঐতিহাসিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এ মন্তব্য করেন। প্রতি পাঁচ বছরে একবার এ সম্মেলন হয়। 

শি জিনপিং বলেন, হংকংয়ের ওপর চীন ব্যাপকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ভূখণ্ডটিকে বিশৃঙ্খল এলাকা থেকে সুশাসিত অঞ্চলে পরিণত করেছে বেইজিং। 

প্রেসিডেন্ট জিনপিং বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে বড় সংগ্রাম চালাচ্ছে চীন। (হংকংয়ের মতো তাইওয়ানেও) আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিং দৃঢ়প্রতিজ্ঞ ও সক্ষম।

জিনপিং বলেন, তাইওয়ান সমস্যা সমাধান করা চীনা জনগণের ওপর নির্ভর করছে। চীন কখনোই শক্তি প্রয়োগের অধিকার ত্যাগ করবে না। তবে দ্বীপটিতে শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা করবে।

তাইপেই সরকারের তীব্র আপত্তি সত্ত্বেও গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব এলাকা দাবি করে চীন। তবে চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ানের দাবি, শুধুমাত্র দ্বীপের জনগণ তাইওয়ানের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে।

মূলত তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র ও চীন দীর্ঘদিন দ্বন্দ্বে জড়িত। গত আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফর সেই দ্বন্দ্বকে আরো উসকে দিয়েছে। এর জেরে তাইওয়ানের চারপাশে বিশাল সামরিক মহড়া শুরু করে চীন।

উল্লেখ্য, ১৯৪৯ সালে চীনের ক্ষমতা দখল করে কমিউনিস্টরা। এতে তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়।