রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছয় উইকেট হারিয়ে কোণঠাসা শ্রীলংকা

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার

ছয়-উইকেট-হারিয়ে-কোণঠাসা-শ্রীলংকা

ছয়-উইকেট-হারিয়ে-কোণঠাসা-শ্রীলংকা

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার ছুঁড়ে দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলংকা। নামিবিয়ার বোলারদের তাণ্ডবে ছয় উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান।

রোববার  গিলংয়ের কারদিনিয়া পার্কে আগে ব্যাট করে ১৬৩ রান করে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়া।

জবাবে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ডেভিড ওয়াইজের বলে ক্যাচ তুলে দিয়ে ৬ বলে ৬ রান করে বিদায় নেন ওপেনার কুশাল মেন্ডিস। মেন্ডিসের বিদায়ে ক্রিজে আসেন ধনঞ্জয়া ডি সিলভা।

সিলভা এক প্রান্তে টিকে গেলেও পরের ওভারেই বেন সিকংগোর বলে স্মিতের হাতে ক্যাচ তুলে দেন পাথুম নিশাঙ্কা। আউট হওয়ার আগে ১০ বলে ১ চারে ৯ রান করে যান তিনি। ঠিক পরের বলেই আবারও উইকেট হারায় শ্রীলংকা।

সিকঙ্গোর করা ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান দানুশকা গুনথালিকা। আর তাতেই ২১ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পরে যায় লঙ্কানরা।