শ্রীলংকার বিপক্ষে নামিবিয়ার লড়াকু সংগ্রহ
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
শ্রীলংকার-বিপক্ষে-নামিবিয়ার-লড়াকু-সংগ্রহ
রোববার অস্ট্রেলিয়ার গিলংয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে জেরার্ড এরাসমাসের দল।
ব্যাটিং করতে নেমে অবশ্য শুরুতেই বিপদে পরে নামিবিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলংকাকে ব্রেক থ্রু এনে দেন দুষ্মন্তে চামিরা। ৬ বলে ৩ রান করা মাইকেল ফন লিংগেনকে ফেরান তিনি।
পরের ওভারেই প্রসাদ মাধুশানের বলে ক্যাচ তুলে দেন আরেক ওপেনার ডিভান লা কুক। তাতে মাত্র ১৬ রানেই দুই উইকেট হারিয়ে বসে নামিবিয়া। ৫ম ওভারে গিয়ে তাদের তৃতীয় উইকেটের পতন ঘটান চামিকা করুনারত্নে। ১২ বলে ২০ রান করে আউট হন নিকোল লফটি ইটন।
৩৫ রানেইও তিন উইকেট হারিয়ে নামিবিয়া যখন বিপদে, ঠিক তখনি পাল্টা প্রতিরোধ গরে তোলের অধিনায়ক এরাসমাস। তাকে সঙ্গে দেন স্টেফান বার্ড। দুজন মিলে রানের চাকা সচল রেখে খেলে দলএক পার করেন ৫০ রানের ঘর।
এরপর দলীয় ৭৬রানের মাথায় এরাসমাস আউট হলে ভাঙে এই জুটি। খানিকবাদে ২৬ রান করে আউট হয়ে যান বার্ডও। বাকি গল্পটা জান ফ্রাইলিঙ্ক ও স্মিতের। দুজন মিলে ৩৩ বলে ৬৯ রানের জুটি গড়ে দলকে এনে দেন নিরাপদ সংগ্রহ।
ফ্রাইলিঙ্ক ২৮ বলে ৪ চারে ৪৪ রান করে আউট হলেও স্মিথ ১৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলংকা পক্ষে দুই উইকেট নেন প্রমোদ মাধুসান। একতি করে উইকেট দখল করেনমহেশ থিকসেনা, দুশমেন্ত চামিরা, চামিকা করুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।