বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় মাদুশাঙ্কা
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
বিশ্বকাপে-খেলা-নিয়ে-শঙ্কায়-মাদুশাঙ্কা
শ্রীলংকা-নামিবিয়া ম্যাচ দিয়ে রোববার শুরু হয় টি-২০র অষ্টম বৈশ্বিক আসর। আগের দিন মাদুশাঙ্কাকে দেখা যায় খুঁড়িয়ে অনুশীলন ছাড়ছে। পরে তাকে এমআরআই স্ক্যানের জন্য পাঠানো হয়।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো রোববার জানায়, পরীক্ষায় হাঁটুতে চোট ধরা পড়েছে ২২ বছর বয়সী মাদুশাঙ্কার। তাতে অনিশ্চয়তায় বিশ্বকাপে তার খেলা। দলে এই পেসারের বদলি আনতে যাচ্ছে লঙ্কানরা।
গত অগাস্টে এশিয়া কাপে আফগানিস্তান ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাদুশাঙ্কার। শ্রীলংকার শিরোপা জয়ের পথে দারুণ বোলিং করেন তিনি। ছয় ম্যাচে ওভারপ্রতি ৭.৭৫ রান দিয়ে নেন ৬ উইকেট।
পাওয়ার প্লেতে গতি ও সুইং এবং ডেথ ওভারে বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের কারণে দুশমন্থ চামিরার পর মাদুশাঙ্কা সম্ভবত শ্রীলংকার দ্বিতীয় পছন্দের পেসার ছিলেন। নামিবিয়ার বিপক্ষে তার খেলার কথাও ছিল।
শ্রীলংকার বিশ্বকাপ দলে মাদুশাঙ্কার বদলি হতে পারেন বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো। নামিবিয়ার বিপক্ষে শ্রীলংকা একাদশে সুযোগ পেয়েছেন পেসার প্রমোদ মাদুশান।