একবার চুল কাটাতে ১৭ লাখ টাকা খরচ করেন ব্রুনাইয়ের সুলতান
প্রকাশিত : ০৬:৫০ এএম, ১৬ অক্টোবর ২০২২ রোববার
একবার-চুল-কাটাতে-১৭-লাখ-টাকা-খরচ-করেন-ব্রুনাইয়ের-সুলতান
বিশ্বের অধিকাংশ রাজতন্ত্রের গৌরবজ্জ্বল সূর্য এখন প্রায় অস্তমিত। তবে এর মধ্যেও পরাক্রমশালী রাজার প্রতাপ নিয়ে এখনো রাজ্য শাসন করছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ।
সংবাদমাধ্যম মিরর ইউকে’র এক প্রতিবেদনে ব্রুনাইয়ের এই সুলতানের বিলাসী জীবনের একাংশ তুলে ধরা হয়েছে। এই সুলতানের সম্পদের পরিমাণ ২৮ বিলিয়ন মার্কিন ডলার আছে বলে প্রতিবেদনে জানানো হয়।
সুলতান বলকিয়াহ প্রতিমাসে অন্তত একবার নিজের চুল কাটান। তিন থেকে চার সপ্তাহ পরপর তার চুল কাটাতে খরচ পড়ে প্রায় ১৭ লাখ ২২ হাজার টাকা। লন্ডন থেকে উড়ে আসেন তার হেয়ারড্রেসার। সুলতানই দেন নাপিতের প্রথম শ্রেণির বিমানভাড়ার ১২ হাজার ডলার।
আরো পড়ুন>> ক্ষুব্ধ হয়ে পার্লামেন্টে হাতুড়ি দিয়ে ফোন ভাঙলেন আইনপ্রণেতা
সুলতানের নিজস্ব জেট ও বোয়িং বিমান রয়েছে। কোনো দেশ সফরে গেলে তিনি নিজস্ব বিমান ব্যবহার করে থাকেন।
সুলতান বলকিয়ার রাজ্যে সংসদ থাকলেও নেই কোনো বিরোধী দল। হয় না কোনো নির্বাচনও। রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে লাগামহীন বিলাসী জীবন যাপনের অভিযোগ। মতপ্রকাশের স্বাধীনতা এখানে রাষ্ট্রকর্তৃক নিয়ন্ত্রিত। অর্থের অবারিত যোগানের ফলে উন্নত নাগরিক জীবন এখানে স্বাভাবিক।