রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আসছে জীবনমুখী গান ‘ছুটি’

প্রকাশিত : ০৯:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

আসছে-জীবনমুখী-গান-ছুটি

আসছে-জীবনমুখী-গান-ছুটি

সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে ‘ছুটি’ শিরোনামে একটি জীবনমুখী গান। গানটির বিষয়বস্তু অনেককে আলোড়িত করেছে। জীবনে প্রতিষ্ঠা পেতে অনেক স্বপ্ন নিয়ে এক সময় দূর-দূরান্ত থেকে শহরে আসে তরুণরা। কেমন কাটে তাদের শহরের প্রথম দিকের দিনগুলো? তারই প্রতিচ্ছবি এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

মূলত মূকাভিনয় শিল্পী, কমেডি ও টিভি নাটকের অভিনেতা হিসেবে বেশ পরিচিত লিটন খন্দকার। কিন্তু এবার ‘ছুটি’ গানটি শুভাকাঙ্ক্ষীদের চমকে দেবে। এই শিল্পীর গানের ভিডিওটি প্রকাশ হবে শিগগিরই। আর এর প্রমাণ মিলছে তার ফেসবুক ওয়ালে।

‘ছুটি’ গানের কথা, সুর, কণ্ঠ; ভিডিও চিত্রনাট্য, পরিচালনা করেছেন লিটন খন্দকারের নিজেই। ব্যতিক্রমী কথামালার জীবনমুখী এই গানের ভিডিও ‘Liton Khandaker’ নামের ফেসবুক  ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটির সঙ্গীতায়োজন করেছেন আশফাক টুলু। 

গানটি প্রসঙ্গে অভিনেতা লিটন খন্দকার বলেন, এই রঙিন পৃথিবীতে মানুষ প্রতিনিয়তই রঙিন স্বপ্নে বিভোর থাকে। এই স্বপ্ন পুরোনের উদ্দেশ্যেই মানুষ ছুটে চলে নিজস্ব গন্তব্যে। ভালো-মন্দ সত্য-মিথ্যার মিশেলে এই পৃথিবী নামক গ্রহটি যেন একটি নাট্যমঞ্চ, এখানেও চলে কম্পিটিশন। যে ভালো অভিনয় করে সে পাস করে, আর যে অভিনয়ে পারদর্শী নয় সে ফেল করে, তবুও এই পৃথিবীর বুকে কত মায়া! এই সব কিছুকে পেছনে ফেলে একদিন সাবাইকে ছুটি নিতে হয়, জীবনের এই বাস্তবতাকে ঘিরেই খুবই সহজ সরল কথার গান, “একদিন ছুটি হবে”।

কৃতজ্ঞতার সঙ্গে বিশিষ্ট নাট্য ও চলচিত্র নির্মাতা অরণ্য আনোয়ার ভাইয়ের এর নামটি অবশ্যই বলতে হবে।  বলতে চাই, ওনার অনুপ্রেরণায় তারই একটি ধারাবাহিক নাটক “একদিন ছুটি হবে” এই গানটি নাটকের টাইটেল সং হিসেবে লিখে সুর করেছিলাম, যা ছিল এক মিনিটের একটি টাইটেলর গান। পরবর্তীতে মনে হয়েছিল এটি একটি পূর্ণাঙ্গ গান হতে পারে। সেই সুপ্ত বাসনা থেকেই প্রায় ৭/৮ বছর পরে একদিন ছুটি হবে শিরোনামের সম্পূর্ণ গানটি করা। যদিও পুরোদস্তুর আমি কোনো গানের মানুষ নই, তবুও বন্ধুবর গুণী মিউ‌জিক ডিরেক্টর আশফাক টুলুর সহযোগিতায় গানটির কাজ সমাপ্ত করেছি।

লিটন খন্দকার আরো বলেন, আমি বিশ্বাস করি ‘ছুটি’ একবার যে শুনবেন তার ভালো না লাগার কোনো কারণ নেই। আমার নিজের চোখে দেখা সমাজের নানা দিক গানের কথা ও ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি।