সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরিশালে ইলিশ শিকারের দায়ে ৩০৪ জেলের কারাদণ্ড

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

বরিশালে-ইলিশ-শিকারের-দায়ে-৩০৪-জেলের-কারাদণ্ড

বরিশালে-ইলিশ-শিকারের-দায়ে-৩০৪-জেলের-কারাদণ্ড

মা ইলিশ রক্ষা অভিযানের গত আটদিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ৩০৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এছাড়া এসব অভিযানে ৩১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য সোয়া ৬ কোটি টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতর।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদফতর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন। তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।

 যদিও সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছে মৎস অধিদফতর ও পুলিশের সদস্যরা। এছাড়া জনবল ও যানবাহন সংকটসহ নানা সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন, মৎস অধিদফতর ও নৌ পুলিশ।

আর সংকটের মধ্যেই শনিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ৩৪১টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ১ হাজার ১২৬টি। এসব অভিযান থেকে ২ হাজার ৪৯১ কেজি ইলিশ জব্দ করা হয়।এছাড়া ৩৬০ টি মামলায় ৩ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা এবং ৩০৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর নিলামকৃত আয় হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা।

মৎস অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে আরো জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে ২৫৩ টি অবতরণ কেন্দ্র, ১ হাজার ৯১৩ টি মাছঘাট, ৩ হাজার ৬৪৯ টি আড়ত,, ২ হাজার ২৬৭ টি বাজার পরিদর্শন করা হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময় নিষিদ্ধ।