নীলফামারীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
নীলফামারীতে-১০-কেজি-গাঁজাসহ-গ্রেফতার-২
শনিবার দুপুরে সৈয়দপুর শহরের দক্ষিণ নিয়ামতপুর ও সৈয়দপুর-রংপুর সড়কের কামারপুকুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন। গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দপুর শহরের দক্ষিণ নিয়ামতপুর এলাকার মোস্তাকিম হোসেনের ছেলে রশিদুল ইসলাম এবং কুমিল্লা জেলার কুরিয়া পাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে ফয়সাল হোসেন।
জানা যায়, দক্ষিণ নিয়ামতপুর এলাকার রশিদুল ইসলামের বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়া কামারপুকুর এলাকায় দিনাজপুরগামী পদ্মা এক্সক্লুসিভ পরিবহন তল্লাশি চালিয়ে যাত্রী ফয়সাল হোসেনকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান, এ ঘটনায় দফতরটির উপ-পরিদর্শক জায়েদ আল জাফরী বাদী সৈয়দপুর থানায় মামলা করেছেন। এরপর গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর হয়।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।