সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথম ম্যাচেই চমক দেখাতে চায় দুর্বল আমিরাত

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

প্রথম-ম্যাচেই চমক-দেখাতে-চায়-দুর্বল-আমিরাত

প্রথম-ম্যাচেই চমক-দেখাতে-চায়-দুর্বল-আমিরাত

অস্ট্রেলিয়ার মাটিতে কাল থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের দ্বিতীয় ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয়বারের মত টি-২০ বিশ্বকাপ খেলতে নামছে আরব আমিরাত। অভিজ্ঞ নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করার লক্ষ্য মরুর দেশের দলটির।

পঞ্চমবারের মত টি-২০ বিশ্বকাপ খেলতে নামা নেদারল্যান্ডসের এবারের লক্ষ্য সুপার টুয়েলভে খেলা। গত দুই আসরে গ্রুপ পর্ব থেকেই আসর শেষ করতে হয়েছিলো ডাচদের।

অস্ট্রেলিয়ার জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি।

২০১৪ সালে প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপ খেলে আরব আমিরাত। আসরে গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলোতেই হেরেছিলো তারা। বৈশ্বিক বাছাইপর্ব ‘এ’তে চ্যাম্পিয়ন হয়ে এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আরব আমিরাত।

সদ্য ঘরের মাাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় খেলে আরব আমিরাত। অবশ্য প্রথম ম্যাচে লড়াই করে মাত্র ৭ রানে হারে তারা। আর দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩২ রানে হারে আরব আমিরাত। ঐ ম্যাচে দলের অধিনায়ক সিপি রিজওয়ান অপরাজিত ৫১ রান করেন।

বিশ্বকাপে নিজেদের পথম ম্যাচ নিয়ে রিজওয়ান বলেন, আমরা বাংলাদেশের বিপক্ষে ভাল ক্রিকেট খেলেছি।

তিনি আরো বলেন, আমরা বিশ্বকাপে প্রভাব বিস্তার করতে চাই এবং পরের রাউন্ডে খেলার লক্ষ্য। বড় মঞ্চে আমাদের দক্ষতা ও সামর্থ্যের প্রকাশ করতে চাই।

সংযুক্ত আরব আমিরাতের টি-২০ ইতিহাসে সর্বোচ্চ ৫৫টি ম্যাচ খেলার রেকর্ড টপ-অর্ডার ব্যাটার রোহান মুস্তাফার। কিন্তু রোহানকে বিশ্বকাপের দলে রাখেনি আরব আমিরাত।

দলের বোলিং লাইন-আছে আছেন অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকী। ২৫টি টি-২০তে ২৯ উইকেট আছে তার। স্পিন বিভাগে ভরসার নাম লেগ-স্পিনার কার্তিক মেইপান। ১১ ম্যাচে ১৭ উইকেট আছে তার। তার সাথে আছেন ১৬ বছর বয়সী লেগ-স্পিনার আয়ান খান। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অভিষেক হয় তার। ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

অন্য দিতে বাছাইপর্বে ‘বি’ গ্রুপের  রানার্স-আপ হয়ে এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম চার আসরের মধ্যে তিনটিতে অন্তত ১টি করে জয় পেয়েছে  নেদারল্যান্ডস। তবে গত বছর জয়হীন বিশ্বকাপ শেষ করে বাছাই পর্ব খেলতে হয় ডাচদের।

এবার জয় পেতে মরিয়া নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ হওয়ায় দলে পেস বিভাগে বেশি গুরুত্ব দিয়েছে তারা। পেস বোলিং লাইন-আপে আছেন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, লোগান ভ্যান বেক, মিকেরেন ও অ্যাকারম্যান।

টি-২০ বিশ্বকাপের মত বড় আসরের জন্য কোচিং প্যানেলে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতের কোচ গ্যারি কারস্টেনকে যুক্ত করেছে নেদারল্যান্ডস। সাথে অস্ট্রেলিয়ার ড্যান ক্রিশ্চিয়ানকেও কোচিং প্যানেলে নিয়েছে ডাচরা।
এখন পর্যন্ত ৬৬টি টি-২০ ম্যাচ খেলেছে আরব আমিরাত। জয় ৩৩টি, হার ৩২টি। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

আর এখন পর্যন্ত ৯০টি টি-২০ ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। জয় ৪৫টি, হার ৪০টি। ২টি টাই ও ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।

টি-২০ ৮বার দেখা হয়েছে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের। সমান ৪টি করে জয় পেয়েছে দু’দল।

নেদারল্যান্ডস দল : স্কট এডওয়াডর্স (অধিনায়ক, উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন  গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে এবং বিক্রম সিং।

সংযুক্ত আরব আমিরাত দল : সিপি রিজওয়ান (অধিনায়ক), ভিরিতইয়া অরবিন্দ, চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরওয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দৌদ, কার্তিক মেইপান, আহমেদ রাজা, জহর খান, জুনায়েদ সিদ্দিকী, সাবির আলি, আলিসান শারাফু এবং আয়ান খান।