দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় আনা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশিত : ০৭:১০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
দৃষ্টি-প্রতিবন্ধীদের-উন্নয়নের-মূলধারায়-আনা-হচ্ছে-সমাজকল্যাণমন্ত্রী
শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুকে হত্যার পর প্রতিবন্ধীদের জন্য দৃশ্যমান কোনো কাজ হয়নি- উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর, প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়ণসহ নানা কর্মসূচি গ্রহণ করেন।
তিনি জানান, করোনা অতিমারী চলাকালীন বিগত তিন বছরে অনেক কাজ করা সম্ভব হয়নি। তবে প্রতিবন্ধীদের কল্যাণে গৃহীত সব কার্যক্রম আগামী নির্বাচনের আগে সম্পন্ন করা হবে।
সমাজকল্যাণমন্ত্রী সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়েও প্রতিবন্ধীদের জন্য কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।