তুরস্কের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
তুরস্কের-কয়লাখনিতে-বিস্ফোরণে-নিহত-বেড়ে-৪০
সুলেমান বলেন, আমরা মোট ৪০ মরদেহ হিসাব করেছি। ৫৮ জন শ্রমিক নিজেদের চেষ্টায় বেঁচে ফিরেছেন।
দেশটির জ্বালানিমন্ত্রী ফাতেহ ডনমেজ বলেন, আমরা উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি।
এর আগে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সইলো বলেন, বিস্ফোরণটি খনির ৩০০ মিটার গভীর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ৪৯ জন শ্রমিক সেখানকার বিপজ্জনক অংশে কাজ করছিলেন। ঐ খনির ৩০০ থেকে ৩৫০ ফুট গভীর হচ্ছে বিপজ্জনক অংশ। কিছু লোক আছে যাদের আমরা খনির ঐ অংশ থেকে উদ্ধার করতে পারিনি। এছাড়া বিস্ফোরণের কারণ এখনো শনাক্ত যায়নি। এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছিলেন, ফায়ারডাম্পের (কয়লাখনিতে মিথেন গ্যাস জমাট বেঁধে বিস্ফোরক সৃষ্টি) কারণে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় খারাপ অবস্থানে রয়েছি। খনির ভেতরে আংশিক ধস নেমেছে। তবে সেখানে কোনো আগুন যায়নি। এছাড়া খনিতে দেওয়া ভেন্টিলিশন ভালোভাবে কাজ করছে।