এমিরেটসের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
এমিরেটসের-সঙ্গে-চুক্তি-নবায়ন-করল-রিয়াল
যদিও ক্লাব ও স্পন্সর কোন পক্ষই চুক্তির বিস্তারিত কোন কিছু প্রকাশ করেনি। স্প্যানিশ দৈনিক মার্কার রিপোর্টের সূত্রমতে জানা গেছে, প্রতি বছর এই চুক্তির পরিমাণ প্রায় ৭০ মিলিয়ন ইউরো। এর সঙ্গে অতিরিক্ত আরো কিছু বিষয় সংযুক্ত রয়েছে।
২০১৩ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের পতাকা বহনকারী এই এয়ারলাইনের লোগো সম্বলিত জার্সি পড়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে নামে।
২০১১ সালে প্রথমবারের মত রিয়াল মাদ্রিদের গ্লোবাল স্পন্সর হিসেবে এমিরেটস কাজ শুরু করে। এরপর থেকে স্প্যানিশ ক্লাব সব মিলিয়ে ২২টি শিরোপা জয় করেছে। এর মধ্য রয়েছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কাপ।
বিশ্বের সব শীর্ষ ক্লাবগুলোর জার্সিতে স্পন্সরের জন্য সব বড় প্রতিষ্ঠানই মুখিয়ে থাকে। এর মাধ্যমে ঐ প্রতিষ্ঠানের লোগো বিশ্বজুড়ে মিলিয়ন সমর্থকদের আকর্ষণে পরিণত হয়।
গত মৌসুমে অনলাইন বিক্রেতা আমাজনের মাধ্যমে রিয়াল মাদ্রিদ জার্সি বিক্রি বাবদ ৩.৩ মিলিয়ন ইউরো আয় করেছিল।