সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বুমরাহর জীবনে টি-২০ বিশ্বকাপের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে’

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

বুমরাহর-জীবনে-টি-২০-বিশ্বকাপের-থেকেও-গুরুত্বপূর্ণ-বিষয়-রয়েছে

বুমরাহর-জীবনে-টি-২০-বিশ্বকাপের-থেকেও-গুরুত্বপূর্ণ-বিষয়-রয়েছে

ভারতের টি-২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরাহ। চোটের কারণে তাকে স্কোয়াডে রাখা সম্ভব হয়নি। তার জায়গায় দলে নেয়া হয়েছে মোহাম্মদ শামিকে। শনিবার বিশ্বকাপের সব দলের অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রোহিত শর্মা জানালেন কেন বুমরাহকে দলে নেয়ার ব্যাপার তাড়াহুড়ো করতে রাজি নয় বোর্ড।

রোববার থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। তার আগে ব্রিসবেনে শনিবার ১৬টি দলের অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন হয়। সেখানে রোহিত বলেন, বুমরাহ দুর্দান্ত ক্রিকেটার। অনেক বছর ধরে ভাল খেলছে। কিন্তু চোট পাওয়া দুর্ভাগ্যের। সেটার জন্য কিছু করার নেই।

এরপর তিনি বলেন, অনেক বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বলেছি। কিন্তু কোনো ইতিবাচক উত্তর পাইনি। বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বুমরাহর ক্যারিয়ার। তবে আমাদের দলে ওর না থাকা বিরাট ক্ষতি। 

রোহিত যোগ করেন, ওর বয়স মাত্র ২৮ বছর। অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। বিশেষজ্ঞরাও সেটাই বলেছেন। ভবিষ্যতে অনেক ম্যাচ খেলবে এবং ভারতকে জেতাবে বুমরাহ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।