জিরা ভেজানো পানি খেলে ওজন থাকবে বশে
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
জিরা-ভেজানো-পানি-খেলে-ওজন-থাকবে-বশে
এই ঘরোয়া উপায় কিন্তু সত্যিই ম্যাজিকের মতো কাজ করে। আপাত ভাবে পেটের রোগ সারানোর পাশাপাশি জিরার পানি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। জিরার পানি খেলে আর কী কী উপকার হয়?
হজমে সহায়ক
প্রতিদিন সকালে এক গ্লাস জিরার পানি আপনার পরিপাকতন্ত্রের সামগ্রিক উন্নতি করে হজমশক্তি বাড়িয়ে তোলে। পেটের যাবতীয় সমস্যা যেমন অম্বল, গ্যাস, বদহজম, পেট ফাঁপার যম এই জিরা।
অস্বাস্থ্যকর খাওয়ার ঝোঁক কমায়
মন প্রাণ দিয়ে ডায়েট মেনে খাওয়া-দাওয়া করলেও মাঝে মধ্যেই বাইরের খাবারের প্রতি ঝোঁক বেড়ে যায়। সে ক্ষেত্রে জিরার পানি খুব ভালো। বাইরে বের হবার আগে এক গ্লাস জিরার পানি খেয়ে বের হন, পেট ভরা থাকবে আর বাইরে খাওয়ার ইচ্ছা হবে না।
বিপাকহার বাড়াতে সাহায্য করে
জিরার পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। হজমের সমস্যা থাকলে যে জিরার পানি উপকারী, সে কথা তো জানেনই। সর্বোপরি পেট ঠিক থাকলে, তার প্রভাব পড়ে আপনার বিপাক হারের উপর।