সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাহীনকে সামলানোর উপায় বাতলে দিলেন গাম্ভীর

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

শাহীনকে-সামলানোর-উপায়-বাতলে-দিলেন-গাম্ভীর

শাহীনকে-সামলানোর-উপায়-বাতলে-দিলেন-গাম্ভীর

ভারত-পাকিস্তান লড়াই মানেই দুই দেশের সাবেক ক্রিকেটারদের উপদেশের মহড়া। মাঠের বাইরে থেকেও তারা আছেন দলের সঙ্গেই। টি-২০ বিশ্বকাপের মহারণ নিয়ে এবার মুখ খুললেন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীর।

টি-২০ বিশ্বকাপের সবশেষ আসরে ভারতকে হারানোর মূল নায়ক ছিলেন শাহীন আফ্রিদি। এবারও আফ্রিদিকে নিয়েই ভয় তাদের। এই ব্যাপারে সাবেক সতীর্থদের সাহায্য করতে এগিয়ে এলেন গাম্ভীর। শাহীনকে সামলানোর উপায় বাতলে দিলেন তিনি।

ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারেননি শাহীন। তবে বিশ্বকাপে ফুল ফিট শাহীনকেই পাচ্ছে পাকিস্তান। অতীতের হিসেবে শাহীনের ফুল ফিট হয়ে ফেরা ভারতের জন্য মোটেই সুখকর কিছু নয়। এক্ষেত্রে পাক পেসারকে মোকাবেলার সমাধান দিয়েছেন সাবেক ওপেনার।

গাম্ভীর বলেন, ‘শাহীন আফ্রিদির বোলিংয়ে আসলে উইকেট বাঁচানোর চিন্তা বাদ দিয়ে রান করার দিকে মনোযোগ দিতে হবে। কারণ, তখন উইকেটে টিকে থাকার চেষ্টা করলে ব্যর্থ হতে হবে। তার কাছ থেকে যত পারবেন রান সংগ্রহ করবেন।’

গাম্ভীর আরো বলেন, ‘আমি জানি যে সে নতুন বলে বিপজ্জনক হতে পারে. এক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের উচিৎ বেশি রান করে যত সম্ভব ভালো অবস্থানে যাওয়া। ভারতের তিন বা চার নম্বরে এমন ব্যাটার রয়েছে যারা শাহীন শাহ আফ্রিদির বিরুদ্ধে লড়াই করতে পারে।’

মেলবোর্নে ২৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে এর মধ্যেই নিজেদের দল সাজিয়ে ফেলেছে ভারত। এমনটাই জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।