সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্ণফুলীতে জাহাজডুবি: আরো দুইজনের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

কর্ণফুলীতে-জাহাজডুবি-আরো-দুইজনের-লাশ-উদ্ধার

কর্ণফুলীতে-জাহাজডুবি-আরো-দুইজনের-লাশ-উদ্ধার

সম্পর্কিত খবর কর্ণফুলীতে জাহাজডুবি, ৫ জনের লাশ উদ্ধার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবিতে নিখোঁজ আরো দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃত বেড়ে দাঁড়ালো আট জনে। 

শনিবার সকালে কর্ণফুলী নদী থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। তারা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর আইসা গ্রামের আবদুল মোতালেব ও ডুবে যাওয়া জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, জাহাজডুবির ঘটনায় সর্বশেষ নিখোঁজ ছিলেন দুইজন। শনিবার সকালে তাদের লাশ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় বয়ার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় ফিশিং জাহাজ এফভি মাগফেরাত। ঘটনার পরপর কয়েকজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন সাতজন। পরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পতেঙ্গা ও কর্ণফুলী ব্রিজের নিচ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। 

তারা হলেন- জাহাজটির ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ফিশিং মাস্টার জহিরুল ইসলাম ও ডক কর্মচারী রহমত আলী। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহাজের ডুবুরি মোহাম্মদ ফয়সাল।