ভোলায় ২৯ জেলে আটক
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
ভোলায়-২৯-জেলে-আটক
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার মিটার কারেন্ট জাল, পাঁচটি ইনিঞ্জচালিত নৌকা ও ৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
সদর নৌ থানার ওসি মো. আখতার হোসেন বলেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়। পরে মৎস্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়। তবে অভিযানে জেলেদের সঙ্গে নৌ-পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হন। তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১১ জেলেকে আটক করে হয়। এর মধ্যে মুচলেকা নিয়ে চারজনকে ছেড়ে দেওয়া হয়। একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।