মুক্তিযুদ্ধে পাকিস্তানের গণহত্যার স্বীকৃতি পেতে মার্কিন পার্লামেন্টে রেজুলেশন
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
মুক্তিযুদ্ধে-পাকিস্তানের-গণহত্যার-স্বীকৃতি-পেতে-মার্কিন-পার্লামেন্টে-রেজুলেশন
শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রেজুলেশনটি উত্থাপন করেন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতা র খান্না ও সেভ চাবট।
তাদের উত্থাপন করা রেজুলেশনে ১৯৭১ সালে বর্বরতা ও গণহত্যার জন্য বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান করা হয়েছে।
রিপাবলিকান পার্টির সদস্য চাবট এক টুইটে জানান, আমরা লাখ লাখ মানুষকে হত্যার কথার স্মৃতি অবশ্যই ভুলতে দিতে পারি না। এ গণহত্যার স্বীকৃতির নথি আরো ইতিহাসকে শক্তিশালী করবে, আমাদের সহকর্মীদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। এতে যে অপরাধের ইতিহাস থেকে মুছে যায় না তা অপরাধীরা জানতে পারবে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যা কোনোভাবেই ভোলার নয়। আমি র খান্নার সহযোগিতায় সেই গণহত্যার স্বীকৃতি জন্য আইনি স্বীকৃতি চাইছি। এটি আসলেই গণহত্যা ছিল।
১৭তম ডেমোক্রেট থেকে ক্যালোফোর্নিয়ার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য খান্না টুইটে জানান, ১৯৭১ সালে বাংলাদেশের বাঙালি ও হিন্দুদের ওপর পাকিস্তানের বর্বর ও গণহত্যার বিষয়ে চাবটের রেজুলেশনের সঙ্গে আমি আছি। ঐ সময় লাখ লাখ বাঙালি ও হিন্দুদের হত্যা করা হয় এবং বাস্তুচ্যুত হন। ঐ ঘটনা আমাদের সময়ের ভুলে যাওয়া গণহত্যা।
চাবট বলেন, তখন একটি গণহত্যাই হয়েছিল। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়। এদের মধ্যে ৮০ শতাংশ ছিল হিন্দু। ঐ গণহত্যা অন্যান্য গণহত্যার (হলোকাস্ট) মতোই আমার কাছে মনে হয়েছে। ঐ সময় অন্যান্য অনেক কিছু ঘটেছে। এটিকে এখনো সংজ্ঞায়িত করা হয়নি। আমরা সেটি নিয়ে কাজ করছি।
এদিকে, ১৯৭১ সালের বর্বরতা ও গণহত্যার রেজুলেশনের বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের কমিউনিটি। ১৯৭১ সালে পাকিস্তান সেনাদের হাতে সালেম রেজা নুরের পরিবারের সদস্যরা বর্বরভাবে হত্যার শিকার হন।
তিনি বলেন, অবশেষে আমাদের ওপর পাকিস্তানের চালানো গণহত্যার স্বীকৃতি মার্কিন কংগ্রেস দিতে যাচ্ছে। এ সময় নূর রিপাবলিক ও ডেমোক্রেটদের ওপর সন্তোষ প্রকাশ করেন।
সূত্র-এনডিটিভি।