চাঁদপুরে মা ইলিশ ধরায় ৩৫ জেলে আটক
প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
চাঁদপুরে-মা-ইলিশ-ধরায়-৩৫-জেলে-আটক
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশের ওসি মো. কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন- নাজির গাজী, কাদির শেখ, আমির হোসেন, কেরামত উল্ল্যাহ, মোজাম্মল হক, আবুল প্রধান, সিয়াম, ইয়াছিন বেপারী, মাহফুজ, সামেদ বেপারী, জাহাঙ্গীর সর্দার, রুবেল মোল্লা, নজির পাটওয়ারী। এরমধ্যে ১৯ জেলের বিরুদ্ধে পাঁচটি নিয়মিত মামলা করা হয়েছে। চারজন কিশোরকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। ১২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
চাঁদপুর নৌ থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন।
চাঁদপুর নৌ-থানার ওসি কামরুজ্জামান জানান, অভিযানে ৯৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ৫৬ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। ৩৭ কেজি মাছ কোল্ড ষ্টোরেজে সংরক্ষিত আছে। এ ছাড়া প্রায় ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।