সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ব্যাচেলর পয়েন্ট’-এর বাতিল দৃশ্য, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য

প্রকাশিত : ০১:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

ব্যাচেলর-পয়েন্ট-এর-বাতিল-দৃশ্য-শুধুমাত্র-প্রাপ্তবয়স্কদের-জন্য

ব্যাচেলর-পয়েন্ট-এর-বাতিল-দৃশ্য-শুধুমাত্র-প্রাপ্তবয়স্কদের-জন্য

দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলোও যেন দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। তবে চতুর্থ সিজনে বিতর্কিত সংলাপের জেরে সমালোচনার মুখে পড়ে নাটকটির কিছু পর্ব।

গত বুধবার (১২ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ের কিছু অংশ পোস্ট করেছেন কাজল আরেফিন অমি। ক্যাপশনে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ডিলিটেড সিন (বাতিল দৃশ্য)। শিক্ষার জন্য নয়, বিনোদনের জন্য দেখুন। শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যাশট্যাগে লিখেছেন, ব্যাচেলর পয়েন্ট, সিজন ফোর।

নির্মাতার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সাগরপাড়ে বসে আছেন কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই। সাগর থেকে তাদের দিকে হেঁটে আসছে শিমুল। তাদের প্রত্যেকের হাতে কোকের বোতল, যা প্রতীকী মদের বোতল হিসেবে বোঝানো হয়েছে। তারা নিজেদের মধ্যে কথা বলছেন। তবে আপত্তিকর শব্দগুলোতে বিপ ব্যবহার করা হয়েছে। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন বোরহান ভাই। তাদের আলাপনে দর্শক বিনোদিত হচ্ছেন। ভিডিওর নিচে বাম পাশে লেখা আছে, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

নির্মাতার পোস্ট করা ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। এখন পর্যন্ত তিন মিলিয়নের বেশি ভিউ, ১০ হাজারের বেশি মন্তব্য ও প্রায় সাড়ে তিন লাখ প্রতিক্রিয়া জমা পড়েছে।