পাকিস্তান বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ: বাইডেন
প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
পাকিস্তান-বিশ্বের-অন্যতম-বিপজ্জনক-দেশ-বাইডেন
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিকদের সম্মেলনের ক্যাম্পেইন কমিটির অভ্যর্থনায় রাখা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তবে এটি প্রকাশ্যে এসেছে শনিবার।
হোয়াইটহাউসের ওয়েবসাইটে প্রকাশিত বাইডেনের বক্তব্যে জানা যায়, বাইডেন বলছেন....পাকিস্তান বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ মনে করি। কারণ যুক্তি ছাড়াই তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।
বৈশ্বিক রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের মিল রয়েছে।
বাইডেন বলেন, বিশ্ব খুব দ্রুতই পরিবর্তন হচ্ছেন। দেশগুলো তাদের মিত্রগুলো নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছে। আমি বিশ্বাস করি, পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কৌতুক করছি না। এমনকি আমাদের শত্রুরা আমাদের দিকে নজর রাখছে, আমরা কিভাবে সবকিছু সমাধান করছি।
তিনি বলেন, বিশ্বে অনেক ঝুঁকি ছিল। যুক্তরাষ্ট্র বিশ্ব নেতৃত্ব দিয়ে একটি স্থানে দাঁড় করানোর সক্ষমতা অর্জন করেছিল, যা আগে ছিল না।
বাইডেন প্রশ্ন করে বলেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকের পর কী কেউ রাশিয়ার বর্তমান নেতার পাবেন বলে আশা করছিলেন? কখনো তিন, চার হাজার মানুষকে হত্যার জন্য কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হুমকি কী দিয়েছিল? কেউ কী চিন্তা করেছিল, রাশিয়া, ভারত ও পাকিস্তানের ওপর নেতৃত্বের প্রভাব ফেলার চেষ্টা করছে চীন?
বাইডেন বলেন, আমরা এখন কীভাবে এসব নিয়ন্ত্রণ করব? রাশিয়ায় যা ঘটছে তা কীভাবে নিয়ন্ত্রণ করব? তাই যুক্তি ছাড়া পরমাণু অস্ত্র থাকায় পাকিস্তানকে বিপজ্জনক দেশ মনে হচ্ছে।
সূত্র- ডন।