রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় ক্ষুব্ধ বাইডেন

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

যুক্তরাষ্ট্রে-ফের-বন্দুক-হামলায়-ক্ষুব্ধ-বাইডেন

যুক্তরাষ্ট্রে-ফের-বন্দুক-হামলায়-ক্ষুব্ধ-বাইডেন

যুক্তরাষ্ট্রের ক্যালোফোর্নিয়ার রাজধানী রেলিতে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন এক বিবৃতিতে বলেন, যথেষ্ট! বন্দুক হামলার জন্য অনেক পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং প্রার্থনা করেছি। তারা এটির মারাত্মক প্রভাবের সম্মুখীন হন।

রিলের বন্দুক হামলাসহ আমেরিকার প্রত্যেক বন্দুক হামলার ঘটনার তীব্র নিন্দা জানান জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক বন্দুক হামলা হচ্ছে। এতে অনেক মানুষ মারা যাচ্ছেন। তবে এত পরিমাণ বন্দুক হামলায় মানুষ মারা যান যা খবরে আসে না।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের ক্যালোফোর্নিয়ার রাজধানী রেলির নিউসি নদীর গ্রিনওয়ের পাশে বন্দুক হামলা হয়। এতে পাঁচজন নিহত হন।

রিলের মেয়র ম্যারি অ্যান বলদোইন বলেন, এ হামলা রেলি শহরের জন্য দুঃখজনক ও হৃদয়বিদারক। এতে অনেক লোক গুলিবিদ্ধ হয়েছেন।

দ্যা রেলির পুলিশ বিভাগ জানায়, এখন পর্যন্ত পাঁচজন হতাহত হয়েছেন। এরমধ্যে একজন ছুটিতে থাকা রেলির পুলিশ কর্মকর্তা রয়েছেন। 

রেলির পুলিশের লেফটেন্যান্ট জাসন বর্নেও এক সংবাদ সম্মেলনে বলেন, রাত সাড়ে ৯টার দিকে একজন শ্বেতাঙ্গ কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

এর আগে, রেলির মেয়র জানিয়েছিলেন, বন্দুক হামলাকারীকে একটি এলাকায় ঘেরাও করে রেখেছে পুলিশ। ঐ হামলায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান মেয়র। ক্যালোফোর্নিয়ার গর্ভনর রয় কোপার বলেন, আজ রাতে আমাদের দরজায় সন্ত্রাসী হাজির হয়ে গেল।