সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুতিনের কাজ সমর্থন করেন সাড়ে ৭৫ শতাংশ রুশ নাগরিক: জরিপ

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

পুতিনের-কাজ-সমর্থন-করেন-সাড়ে-৭৫-শতাংশ-রুশ-নাগরিক-জরিপ

পুতিনের-কাজ-সমর্থন-করেন-সাড়ে-৭৫-শতাংশ-রুশ-নাগরিক-জরিপ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৮০ শতাংশের বেশি রুশ নাগরিক বিশ্বাস করেন এবং ৭৫.৫ শতাংশ রাশিয়ানরা তার কাজকে সমর্থন করেন।

অল রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টারের প্রকাশিত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

গত ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর এক হাজার ৬০০ জনের ওপর চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীদের সবার বয়স ছিল ১৮ বছরের উপরে।

পুতিনের ওপর আস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ৮০.৯ শতাংশ রুশ নাগরিক প্রেসিডেন্টের পক্ষে ইতিবাচক উত্তর দেন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্টের কাজের সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক উত্তর দেন ৭৫.৬ শতাংশ রুশ নাগরিক।  

তবে রাশিয়ার প্রধানমন্ত্রী ও তার সরকারকে যথাক্রমে ৫০.৮ শতাংশ এবং ৪৯.৮ শতাংশ সমর্থন করেন জরিপে অংশ নেয়া রুশ নাগরিকরা। 

এ জরিপে রাশিয়ার পার্লামেন্টের বিভিন্ন বিষয়ে আত্মবিশ্বাসের ওপর প্রশ্ন করা হয়। রাশিয়ার কমিউনিস্ট পার্টির নেতা গেনাডি জুগানোভকে বিশ্বাস করেন ৩৪.৭ শতাংশ রুশ নাগরিক। এ জাস্ট রাশিয়া দলের সার্গেই মিরনোভের ওপর বিশ্বাস রাখেন ৩৩.১ শতাংশ রুশ নাগরিক। রাশিয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা লিওনিড স্লাটস্কাইয়ের ওপর বিশ্বাস রাখেন ১৮.৩ শতাংশ রাশিয়ান। ১১.৯ শতাংশ রুশ নাগরিক রাশিয়ার দ্যা নিউ পিপল পার্টির আলেক্সি নেচায়েভকে বিশ্বাস করেন।

এ জরিপে দ্য ইউনাইডেট রাশিয়া পার্টির সমর্থন প্রকাশ হয়েছে। এ দলটিকে সমর্থন করেন ৪১ শতাংশ রুশ নাগরিক। ১০.১ শতাংশ রুশ নাগরিক রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে সমর্থন করেন। এলডিপিআর’র সমর্থন রয়েছে ৯.১ শতাংশ। এ জাস্ট রাশিয়ার সমর্থন রয়েছে ৫.৩ শতাংশ। দ্যা নিউ পিপল পার্টিকে সমর্থন করেন ৪.৩ শতাংশ রুশ নাগরিক।

সূত্র-তাস।