সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যশোরে ফেলে যাওয়া ব্যাগে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

প্রকাশিত : ১০:১৫ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

যশোরে-ফেলে-যাওয়া-ব্যাগে-মিলল-সাড়ে-৩-কোটি-টাকার-স্বর্ণ

যশোরে-ফেলে-যাওয়া-ব্যাগে-মিলল-সাড়ে-৩-কোটি-টাকার-স্বর্ণ

সম্পর্কিত খবর শার্শা সীমান্তে ১৭ স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের শার্শা উপজেলায় প্রায় সাড়ে ৩ কোটি টাকার ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়- অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করছে ৩ পাচারকারী। এমন খবরে সেখানে অবস্থান নেয় বিজিবি। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান পাচারকারীরা। পরে ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ। তিনি জানান, পাচারকারীরা ভারতে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।