সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল প্রবাসীর

প্রকাশিত : ১০:১৫ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

নিজের-পাতা-ইঁদুর-মারার-ফাঁদে-প্রাণ-গেল-প্রবাসীর

নিজের-পাতা-ইঁদুর-মারার-ফাঁদে-প্রাণ-গেল-প্রবাসীর

সম্পর্কিত খবর হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের সৌদি প্রবাসী মানিক মিয়া। ধান ক্ষেতের ইঁদুর মারতে পেতেছিলেন বৈদ্যুতিক ফাঁদ। তবে সেই ফাঁদ বিচ্ছিন্ন না করেই  ধান ক্ষেতে নামেন তিনি। এ সময় ওই ফাঁদের তারে জড়িয়ে মারা যান তিনি। পরে স্থানীয়রা বৈদ্যুতিক লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে। 

ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার। শুক্রবার সকালে উপজেলার ষোলনল মধ্য পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী ষোলনল গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। ৯ অক্টোবর দেশে চলে এসেছিলেন তিনি। তার ৬ ও ছেলের ৪ বছরের দুই ছেলে রয়েছে।

ষোলনল ইউপির প্যানেল চেয়ারম্যান মো. বাদল খাঁ জানান, রাতে তার নিজের ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন মানিক মিয়া। সকালে তা বিচ্ছিন্ন না করে ধান ক্ষেতে নামেন তিনি। এ সময় ওই ফাঁদের তারে জড়িয়ে মারা যান। পরে বৈদ্যুতিক লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার এসআই মো. আব্দুল আজিজ।