সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংকট উত্তরণে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো জরুরি: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত : ১০:১০ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

সংকট-উত্তরণে-বৈধ-পথে-রেমিট্যান্স-পাঠানো-জরুরি-পরিকল্পনামন্ত্রী

সংকট-উত্তরণে-বৈধ-পথে-রেমিট্যান্স-পাঠানো-জরুরি-পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে খুবই গুরুত্ব বহন করে। দেশের উন্নয়নে ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো জরুরি।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় তিন দিনব্যাপী প্রবাসী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসীদের যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে সরকার খুবই আন্তরিক। বিমানবন্দরে হয়রানি, সহজ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থাসহ যতগুলো পরামর্শ আমরা পাচ্ছি তা সমাধানের চেষ্টা চলছে। আমরা দেশের ব্যাংকগুলোকে বলবো প্রবাসীদের সেবার ব্যাপারে আরো সচেতন হতে।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন প্রমুখ।