হ্যারি পটার খ্যাত অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন
প্রকাশিত : ০২:২০ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
হ্যারি-পটার-খ্যাত-অভিনেতা-রবি-কোলট্রেন-মারা-গেছেন
এক বিবৃতিতে রবির এজেন্ট বেলিন্ডা রাইট তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
বেলিন্ডা জানান, এ অভিনেতা স্কটল্যান্ডের ফলকির্কের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে তিনি কোন ধরনের অসুস্থতায় ভুগছিলেন সে সম্পর্কে জানা যায়নি।
রবি কোলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট কোলট্রেনকে অনন্য প্রতিভাধর অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি সারা বিশ্বের শিশু এবং বয়স্কদের জন্য একইভাবে আনন্দ দিয়ে গেছেন।
রবি কোলট্রেনের আইটিভি গোয়েন্দা নাটক ক্র্যাকার এবং জেমস বন্ড চলচ্চিত্র গোল্ডেন আই এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ-এ অভিনয় করেছেন।
তার মৃত্যুতে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। তিনি কলট্রেনের মৃত্যুকে ‘খুবই দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা এবং সম্প্রচারক স্টিফেন ফ্রাই।
তিনি তার টুইটে বলেছেন, ‘আমরা একজন শক্তিবান এবং প্রতিভাবান অভিনেতাকে হারালাম। আমরা আমাদের প্রথম টিভি শো আলফ্রেস্কোতে একসঙ্গে কাজ করেছি। বিদায়, বৃদ্ধ বন্ধু, তোমাকে খুব বেশি মিস করবো।’