শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীতলক্ষ্যায় নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশিত : ০১:১৫ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

শীতলক্ষ্যায়-নৌকাডুবি-৩-জনের-লাশ-উদ্ধার

শীতলক্ষ্যায়-নৌকাডুবি-৩-জনের-লাশ-উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। মৃত তিনজন হলেন শাওন, জীম ও রিফাত।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের বয়স ১৭ থেকে ১৮। তাদের বাড়ি খানপুর, ডনচেম্বার এলাকায়।

তিনি জানান,  নবীগঞ্জ মেলায় ঘুরে নৌকা দিয়ে ফিরছিলেন মৃত তিনজনসহ তাদের বন্ধুরা। এ সময় একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত আর কেউ নিখোঁজ আছে বলে কেউ জানায়নি।

এ দিকে এ ঘটনায় একই নৌকায় থাকা তামিমের বাবা সবুজ জানান, তার ছেলের নাম রেদোয়ান হোসেন তামিম। সে নারায়ণগঞ্জ বার একাডেমির দশম শ্রেণির ছাত্র। নিহত তিনজনও নারায়ণগঞ্জ বার একাডেমির ছাত্র। নবীগঞ্জ মেলা ঘুরা শেষে নৌকায় ফিরছিল। একটা জাহাজের ঢেউয়ের কারণে ডুবে গেছে নৌকাটি।