ঝালকাঠিতে ২০ হাজার মিটার জালসহ ৯ নৌকা উদ্ধার
প্রকাশিত : ১২:১৫ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
ঝালকাঠিতে-২০-হাজার-মিটার-জালসহ-৯-নৌকা-উদ্ধার
ইলিশ সম্পদ সংরক্ষণে ঝালকাঠি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সুগন্ধা ও বিষখালি নদীর শাখা বাদুরতলা খাল, পুকুরিজানা খাল ও নাপিতেরহাট খালে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় ২০ হাজার মিটার জাল, ৯টি মাছ ধরার নৌকা ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মচারীরা অভিযান পরিচালনা করেন। অন্যদিকে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ নিধনের দায়ে এ পর্যন্ত ৭ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন স্থান থেকে মাছ ধরার ৯টি নৌকা আটক করা হয়। জেলায় ৮ টি টিমে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।