সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

প্রকাশিত : ১১:১৫ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

স্ত্রীর-আত্মহত্যা-স্বামী-গ্রেফতার

স্ত্রীর-আত্মহত্যা-স্বামী-গ্রেফতার

স্ত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার জামতলার মামুন চৌধুরীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত আলম নীলফামারী জেলার সদর থানার রামকলার মো. জিন্নাহর ছেলে।

নিহতের মা সালেহা বেগম শুক্রবার দুপুরে বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের স্বামী আলমসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে  অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার অভিযুক্ত আসামি নিহতের স্বামী আলমকে রাতেই পুলিশ গ্রেফতার করে। 

নিহত নাসিমা বেগম শরিয়তপুর সদরের আবদুল জলিল ব্যাপারীর মেয়ে। তিনি স্বামী ও সন্তান নিয়ে জামতলার এলাকার মামুন চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের মা সালেহা বেগম বলেন, পাঁচ বছর আগে নিহত নাসিমার সঙ্গে আলমের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।  

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক জানান, নিহতের স্বামী আলম পেশায় চা দোকানি। নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার নামীয় আসামি নিহতের স্বামী আলমকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পুলিশ।