সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
প্রকাশিত : ১০:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
সাবমেরিন-থেকে-ক্ষেপণাস্ত্র-পরীক্ষা-চালাল-ভারত
সাবমেরিন থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সাবমেরিনচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের নৌ পারমাণবিক প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করছে। ধারণা করা হচ্ছে, ভারতের এ সাবমেরিন থেকে চীন বা পাকিস্তানে হামলা চালানো সম্ভব।
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ক্ষেত্রে সব অপারেশনাল ও প্রযুক্তিগত বিষয় যাচাই হয়েছে। মেরিনচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আগের নির্ধারিত পরিসরে চালানো হয়েছে ও বঙ্গোপসাগরের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়।
এর আগে পানির নিচে পন্টুন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ভারত।